ময়ূর-সিংহাসন

  • মম তনুর ময়ূর-সিংহাসনে

    বাণী

    মম তনুর ময়ূর-সিংহাসনে এসো রূপকুমার ফর্‌হাদ্‌।
    (মোর)ঘুম যবে ভাঙিল, প্রিয়, গগনে ঢলিয়া পড়িল চাঁদ।।
    আমি শিঁরি – হেরেমের১ নন্দিনী গো
    ছিনু অহঙ্কারের কারা-বন্দিনী গো,
    ভেবেছিনু তুমি শুধু রূপের পাগল —
    বুঝি নাই কা’রে বলে প্রেম-উন্মাদ।।
    গিরি-পাষাণে আঁকিলে তুমি যে ছবি মম, দিলে যে মধু,
    সেই মধু চেয়ে, সেই শিলা বুকে ল’য়ে কাঁদি,
    ফিরে এসো, ফিরে এসো বঁধু।
    ল’য়ে যাও সেই প্রেম-লোকে, বিরহী
    কাঁদিছে যথায় ‘শিঁরি শিঁরি’ কহি’—
    আজ ভরিয়াছে বিষাদের বিলাপে গোলাপের সাধ।।
    

    ১. বাদশাহ