নাগস্বরাবলী

  • আও জীবন মরণ সাথী

    বাণী

    আও জীবন মরণ সাথী
    তুমকো ঢুঁঢাতা হ্যায় দূর আকাশ মে
    			মোহনী চাঁদনী রাতি।।
    ঢুঁঢাতা প্রভাত নিত গোধূলি লগন মে
    মেঘ হোকে ম্যয় ঢুঁঢাতা গগন মে।
    ফিরত হুঁ রোকে শাওন পবন মে।
    পাত্তে মে ঢুঁঢাতা তোড়ী পাপী
    শ্যামা হোকে জ্বালা ম্যয় তোহারি আঁখমে
    বুঝ গ্যয়া রাতকো হায় নিরাশ মে।
    আভি ইয়ে জীবন হ্যায় তুমহারি পিয়াস মে।
    গুল না হো যায়ে নয়ন কি বাতি।।
    
  • আবার ভালোবাসার সাধ জাগে

    বাণী

    আবার ভালোবাসার সাধ জাগে।
    সেই পুরাতন চাঁদ আমার চোখে আজ নূতন লাগে।।
    	যে ফুল দলিয়াছি নিঠুর পায়ে
    	সাধ যায় ধরি তারে বক্ষে জড়ায়ে,
    উদাসীন হিয়া হায় রেঙে ওঠে অবেলায় সোনার গোধূলি-রাগে।।
    আবার ফাগুন-সমীর কেন বহে,
    আমার ভুবন ভরি’ কেঁদে ওঠে বাঁশরি অসীম বিরহে।
    	তপোবনের বুকে ঝর্নার সম
    	কে এলে সহসা হে প্রিয়তম,
    মাথুরের গোকুল সহসা রাঙাইলে রাসের কুঙ্কুম-ফাগে।।
    
  • এসো চির-জনমের সাথি

    বাণী

    এসো চির-জনমের সাথি।
    তোমারে খুঁজেছি দূর আকাশে জ্বালায়ে চাঁদের বাতি।।
    	খুঁজেছি প্রভাতে গোধূলি-লগনে
    	মেঘ হয়ে আমি খুঁজেছি গগনে,
    ঢেকেছে ধরণী আমার কাঁদনে অসীম তিমির রাতি।।
    ফুল হয়ে আছে লতায় জড়ায়ে মোর অশ্রুর স্মৃতি,
    বেণু বনে বাজে বাদল-নিশীথে আমারি করুণ-গীতি।
    	শত জনমের মুকুল ঝরায়ে
    	ধরা দিতে এলে আজি মধু-বায়ে,
    ব’সে আছি আশা-বকুলের ছায়ে বরণের মালা গাঁথি’।।