পটমঞ্জরি

  • আমি পথ-মঞ্জরী ফুটেছি আঁধার রাতে

    বাণী

    আমি পথ-মঞ্জরী ফুটেছি আঁধার রাতে। 
    গোপন অশ্রু-সম রাতের নয়ন-পাতে।। 
    দেবতা চাহে না মোরে 
    গাঁথে না মালার ডোরে, 
    অভিমানে তাই ভোরে শুকাই শিশির-সাথে।। 
    মধুর সুরভি ছিল আমার পরাণ ভরা, 
    আমার কামনা ছিল মালা হয়ে ঝ’রে পড়া। 
    ভালোবাসা পেয়ে যদি 
    আমি কাঁদিতাম নিরবধি, 
    সে-বেদনা ছিল ভালো, সুখ ছিল সে-কাঁদাতে।। 
    

  • আসিবে তুমি জানি প্রিয়

    বাণী

    আসিবে তুমি, জানি প্রিয়!
    আনন্দে বনে বসন্ত এলো —
    ভুবন হ’ল সরসা প্রিয়–দরশা, মনোহর।।
    বনান্তে পবন অশান্ত হ’ল তাই, কোকিল কুহরে,
    ঝরে গিরি–নির্ঝরিণী ঝর ঝর।।
    ফুল্ল–যামিনী আজি ফুল–সুবাসে
    চন্দ্র অতন্দ্র সুনীল আকাশে,
    আনন্দিত দীপান্বিত অম্বর।।
    অধীর সমীরে দিগঞ্চল দোলে
    মালতী বিতানে পাখি পিউ পিউ বোলে,
    অঙ্গে অপরূপ ছন্দ আনন্দ–লহর তোলে;
    দিকে দিকে শুনি আজ আসিবে রাজাধিরাজ প্রিয়তম সুন্দর।।