পিলু-কাফি

  • মেঘের হিন্দোলা দেয় পূব-হাওয়াতে দোলা

    বাণী

    	মেঘের হিন্দোলা দেয় পূব-হাওয়াতে দোলা।
    কে	দুলিবি এ-দোলায় আয় আয় ওরে কাজ-ভোলা॥
    		মেঘ-নটীর নূপুর
    		ঐ বাজে ঝুমুর ঝুমুর,
    	শীর্ণা-তনু ঝর্না তরঙ্গ-উতরোলা॥
    	ফুল-পসারিণী ঐ দুলিছে বনানী
    	বিনিমূলে বিলায় সে সুরভি, ফুল ছানি।
    আজ	ঘরে ঘরে ফুল-দোল্ সব বন্ধ দুয়ার খোলা॥
    		জলদ-মৃদঙ বাজে
    		গভীর ঘন আওয়াজে,
    	বাদলা-নিশীথ দুলে ঐ তিমির-কুন্তলা॥