প্রার্থনা-সংগীত

  • আমাদের ভাল কর হে ভগবান

    বাণী

    আমাদের ভাল কর, হে ভগবান,
    সকলের ভাল কর, হে ভগবান।।
    আমাদের সব লোকে বাসিবে ভালো
    আমরাও সকলেরে বাসিব ভালো,
    রবে না হিংসা-দ্বেষ, দেহ ও মনের ক্লেশ
    মাটির পৃথিবী হবে স্বর্গ সমান - হে ভগভান।।
    জ্ঞানের আলোক দাও, হে ভগবান!
    বিপুল শক্তি দাও, হে ভগবান।
    তোমারি দেওয়া জ্ঞানে চিনিব তোমায়
    তোমার শক্তি হবে কর্মে সহায়,
    ধর্ম যদি সাথি হয়, রবেনাক দুঃখ-ভয়
    বিপদে পড়িলে তুমি করো যেন ত্রাণ - হে ভগবান।।
    
  • দাও শৌর্য দাও ধৈর্য্য

    বাণী

    দাও শৌর্য, দাও ধৈর্য্য, হে উদার নাথ,
    			দাও প্রাণ।
    দাও অমৃত মৃত জনে,
    দাও ভীত –চিত জনে, শক্তি অপরিমাণ।
    			হে সর্বশক্তিমান।।
    দাও স্বাস্থ্য, দাও আয়ু,
    স্বচ্ছ আলো, মুক্ত বায়ু,
    দাও চিত্ত অ–নিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান।
    			হে সর্বশক্তিমান।।
    দাও দেহে দিব্য কান্তি,
    দাও গেহে নিত্য শান্তি,
    দাও পুণ্য প্রেম ভক্তি, মঙ্গল কল্যাণ।
    ভীতি নিষেধের ঊর্ধে স্থির,
    রহি যেন চির — উন্নত শির
    যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান।
    			হে সর্বশক্তিমান।।
    
  • মুক্তি আমায় দিলে হে নাথ মোর যে প্রিয়

    বাণী

    মুক্তি আমায় দিলে হে নাথ মোর যে প্রিয় তারে নিয়ে।
    আমি কিছু রাখতে নারি দেখ্‌লে বারে বারে দিয়ে॥
    	যত্ন আদর পায়নি হেথা
    	স’য়ে গেল শত ব্যথা।
    তোমার দান সইলো না মোর গেল বুঝি তাই হারিয়ে॥
    তোমার প্রিয় এসেছিল অতীত হয়ে আমার দ্বারে,
    ফিরে গেল অভিমানে বুঝি আমার অনাদরে।
    	যে ছিল নাথ মোর প্রাণাধিক
    	সে যে তোমার বুকের মানিক
    (প্রভু) এবার সে আর হারাবে না বাঁচ্‌ল তোমার কাছে গিয়ে॥