রুদ্র-ভৈরব

  • এসো শঙ্কর ক্রোধাগ্নি হে প্রলয়ঙ্কর

    বাণী

    এসো শঙ্কর ক্রোধাগ্নি হে প্রলয়ঙ্কর।
    রুদ্রভৈরব! সৃষ্টি সংহর, সংহর।।
    জ্ঞান-হীন তমসায় মগ্ন পাপ-পঙ্কিলা
    বিশ্ব জুড়ি’ চলে শিবহীন যজ্ঞের লীলা,
    শক্তি যথায় করে আত্ম-বিসর্জন ঘৃণায় —
    ধ্বংস কর সেই অশিব-যজ্ঞ — অসুন্দর।।
    যথা দেবী শক্তি — নারী অপমান সহে
    গ্লানিকর হানাহানি চলে ধরমের মোহে,
    হানো সংঘাত, অভিসম্পাৎ সেথা নিরন্তর।।