শিবরঞ্জনী-বসন্ত-পঞ্চম

  • নিদাঘের খর তাপে ক্লান্ত এ ধরণী

    বাণী

    নিদাঘের খর তাপে ক্লান্ত এ ধরণী।
    মাধুরী হারায়ে হল পাণ্ডুর বরণী।।
    পিঙ্গল জটাজাল, তেজ তার অশনি।
    বৈশাখী ভোরে স্মরি’ রুদ্রাণী জননী।।
    ধূলি-ধূসরিত প্রসারিত অম্বর
    বুক-ভরা তৃষা তার, চাহে সে নটবর,
    শ্যামলী মেঘ-মালা, সেই তার জলধর —
    দাহনের অবসানে জুড়াইবে আপনি।।