শিবরঞ্জনী মিশ্র

  • কে তোরে কি বলেছে মা

    বাণী

    কে	তোরে কি বলেছে মা ঘুরে বেড়াস কালি মেখে
    ওমা	বরাভয়া ভয়ঙ্করী সাজ পেলি তুই কোথা থেকে।।
    	তোর এলাকেশে প্রলয় দোলে
    	আমি চিনতে নারি গৌরী বলে।
    ওমা	চাঁদ লুকাল মেঘের কোলে তোর মুখে না হাসি দেখে।।
    ওমা	শঙ্কর কি গঙ্গা নিয়ে,কাঁদায় তোরে দুঃখ দিয়ে
    ওমা	শিবানী তোর চরণ তলে এনেছি তাই শিবকে ডেকে।।
    
  • খয়বর-জয়ী আলী হায়দার জাগো

    বাণী

    	খয়বর-জয়ী আলী হায়দার, জাগো জাগো আরবার।
    	দাও দুশমন দুর্গ-বিদারী দু'ধারী জুলফিকার।।
    	এসো শেরে খোদা ফিরিয়া আরবে,
    	ডাকে মুসলিম ‘ইয়া আলী’ রবে, —
    	হায়দারী হাঁকে তন্দ্রা-মগনে করো করো হুঁশিয়ার।।
    	আল-বোর্জের চূড়া গুঁড়া-করা গোর্জ আবার হানো,
    	বেহেশতী সাকী মৃত এ জাতিরে আবে কওসার দানো।
    আজি	বিশ্ব-বিজয়ী জাতি যে বেহোঁশ
    	দাও তারে নব কুয়ৎ ও জোশ;
    এসো	নিরাশায় মরু-ধূলি উড়ায়ে দুল্‌দুল্-আস্ওয়ার।।
    
  • বল্ মা শ্যামা বল্ তোর বিগ্রহ কি মায়া জানে

    বাণী

    	বল্ মা শ্যামা বল্ তোর বিগ্রহ কি মায়া জানে।
    আমি	যত দেখি তত কাঁদি ঐ রূপ দেখি মা সকলখানে॥
    	মাতৃহারা শিশু যেমন মায়ের ছবি দেখে,
    	চোখ ফিরাতে নারে মাগো, কাঁদে বুকে রেখে।
    তোর	মূর্তি মোরে তেমনি ক’রে টানে মাগো মরণ টানে॥
    ও-মা,	রাত্রে নিতুই ঘুমের ঘোরে দেখি বুকের কাছে,
    যেন,	প্রতিমা তোর মায়ের মত জড়িয়ে মোরে আছে।
    	জেগে উঠে আঁধার ঘরে
    	কাঁদি যবে মা তোরই তরে
    দেখি	প্রতিমা তোর কাঁদছে যেন চেয়ে চেয়ে আমার পানে॥