শুদ্ধ-কল্যাণ (কল্যাণ ঠাট)

  • নিত্য শুদ্ধ কল্যাণ রূপে আছ তুমি

    বাণী

    নিত্য শুদ্ধ কল্যাণ রূপে আছ তুমি মোর সাথে।
    সান্দ্র নিবিড় সন্ধ্যায় যেই পথ ভুলি’, ধর হাতে।।
    	প্রদোষে স্বরগ-পাশে
    	তোমার করুণা ভাসে,
    স্নিগ্ধ শান্ত চাঁদ হ’য়ে, প্রভু, আঁধারে পথ দেখাতে।।
    মান তাজিয়া যে যায় প্রভু তোমার চরণ-তলে,
    পূর্ণ-রূপে নেমে আস তার হৃদয়-পদ্ম-দলে।
    	অবতার হও ভুপালিতে প্রভু
    	প্রেম-যমুনার পারে রহ কভু,
    দগ্ধ-পরানে বিরাজ হে স্বামী, দুঃখ-জ্বালা জুড়াতে।।