সিন্ধু মিশ্র

  • আমার নয়নে কৃষ্ণ-নয়নতারা

    বাণী

    আমার নয়নে কৃষ্ণ-নয়নতারা হৃদয়ে মোর রাধা-প্যারী।
    আমার প্রেম-প্রীতি-ভালোবাসা শ্যাম-সোহাগী গোপ-নারী।।
    	আমার স্নেহে জাগে সদা
    	পিতা নন্দ মা যশোদা,
    ভক্তি আমার শ্রীদাম-সুদাম আঁখি-জল যমুনা-বারি।।
    	আমার সুখের কদম-শাখায়
    	কিশোর হরি বংশী বাজায়
    আমার দুখের তমাল ছায়ায় — লুকিয়ে খেলে বন-বিহারী।।
    মুক্ত আমার প্রাণের গোঠে চরায় ধেনু রাখাল-কিশোর,
    আমার প্রিয়জনে নেয় সে হরি’, সেই ত ননী খায় ননী-চোর।
    রাধা-কৃষ্ণ-কথা শুনায় — দেহ ও মন শুক-শারী।।
    
  • এলো ফুলের মহলে ভ্রমরা

    বাণী

    এলো ফুলের মহলে ভ্রমরা গুন্‌গুনিয়ে।
    ও-সে কুঁড়ির কানে কানে কি কথা যায় শুনিয়ে।।
    জামের ডালে কোকিল কোতুহলে
    আড়ি পাতি’ ডাকে কূ কূ ব’লে,
    হাওয়ায় ঝরা পাতার নূপুর বাজে রুন্‌ঝুনিয়ে।।
    ‘ধীরে সখা ধীরে’ কয় লতা দু’লে,
    জাগিও না কুঁড়িয়ে কাঁচা ঘুমে তুলে,
    গেয়ো না গুন্ গুন্ গুন্ গুন্ গুন্ গুন্ সুরে প্রেমে ঢুলে ঢুলে।’
    নিলাজ ভোম্‌রা বলে, ‘না-না-না-না’, ফুল দুলিয়ে।।
    
  • তুমি বর্ষার ঝরা চম্পা

    বাণী

    তুমি	বর্ষার ঝরা চম্পা, তুমি যূথিকা-অশ্রুমতী।
    তুমি	কুহেলি-মলিন ঊষা, তুমি বেদনা-সরস্বতী।।
    	কদম-কেশর-কীর্ণা
    তুমি	পুষ্প-বীথিকা শীর্ণা,
    হ’লে	ধরণীতে অবতীর্ণা —
    	ক্ষীণ তারকা স্নিগ্ধ জ্যোতি।।
    	মন্দ-স্রোতা মন্দাকিনী তুমি কি অলকানন্দা,
    	আঁধারের কালো-কুন্তল-ঢাকা তুমি কি ধূসর সন্ধ্যা?
    			পাষাণ-দেবতা-চরণে
    			তুমি মরেছ অমর মরণে,
    তুমি	অঞ্জলি ঝরা কুসুমের, তুমি ব্যর্থ ব্যথা-আরতি।।
    
  • মম প্রাণ নিয়ে নিঠুর খেল এ কি খেলা

    বাণী

    মম প্রাণ নিয়ে নিঠুর খেল এ কি খেলা (হায়)।
    ক্ষণে ভালোবাসা হায় ক্ষণে অবহেলা।।
    সকালে গাঁথিয়া মালা পায়ে দল বিকালে তায়।
    তেমনি দলিতে চাহ আমার পরান কি হায়।
    সহিতে পারি না আর এই হেলাফেলা।
    জলরূপী একি কোন্ মরীচিকা তুমি কি গো।
    ডেকে এনে মরুভুমে বধিবে এ বনমৃগ।
    বুঝিয়াছি কখন হায় ফুরায়েছে বেলা।।
    
  • শিউলি ফুলের মালা দোলে

    বাণী

    শিউলি ফুলের মালা দোলে শারদ-রাতের বুকে ঐ
    এমন রাতে একলা জাগি সাথে জাগার সাথি কই।
    	বকুল বনে এক্‌লা পাখি,
    	আকুল হ’ল ডাকি’ ডাকি’,
    আমার প্রাণ থাকি’ থাকি’ তেমনি কেঁদে১ ওঠে সই।।
    কবরীতে করবী ফুল পরিয়া প্রেমের গরবিনী
    ঘুমায় বঁধু-বাহু পাশে, ঝিমায় দ্বারে নিশীথিনী।
    ডাকে আমায় দূরের বাঁশি কেমনে আজ২ ঘরে রই।।
    

    ১. ডেকে, ২. আর