তিলক কামোদ মিশ্র

  • সোনার হিন্দোলে কিশোর–কিশোরী

    বাণী

    সোনার হিন্দোলে কিশোর–কিশোরী দোলে ঝুলনের উৎসব রঙ্গে
    বিন্দু বিন্দু বারি অবিরত পড়ে ঝরি’ বাজে তাল জলদ মৃদঙ্গে।।
    	জড়াইয়া শ্যামে দোলে ভীরু রাধা
    	থির বিজুরি ডোরে মেঘ যেন বাঁধা
    পল্লব কোলে ফুলদলে দোলে (যেন) গোপীদল গোপীবল্লভ সঙ্গে।।
    	উল্লাসে থরথর খরতর বহে বায়
    	পুলকে ডালে ডালে কদম্ব শিহরায়।
    	দৃষ্টিতে গোপীদের বৃষ্টির লাবনি
    	আনন্দ উতরোল গাহে বৃন্দাবনী
    নূপুর মধুর বাজে যমুনা তরঙ্গে ঝুলনের উৎসব রঙ্গে।।