বাণী
দু’হাতে ফুল ছড়ায়ে মন রাঙায়ে ধরায় আসি। প্রথম যৌবনেরই ঘুম ভাঙাতে বাজাই বাঁশি।। আমি কই, দেখরে চেয়ে, নেইরে জরা আজিও চির নূতন — সেই পুরাতন বসুন্ধরা, মাধবী চাঁদের চোখে আঁকা আজো বাঁকা হাসি।। ফুটাই আশার কোলে শুকনো ডালে অবসাদ আসে যবে সাধ ফুরালে, আমি কই, এই ত’ সুরাপাত্র-পুরা রস-পিয়াসী।।
নাটক : ‘হরপার্বতী’ (কন্দর্পের গান)