বাণী
গুনগুনিয়ে ভ্রমর এলো ফুলের পরাগ মেখে তোমার বনে ফুল ফুটেছে যায় ক'য়ে তাই ডেকে।। তোমার ভ্রমর দূতের কাছে যে বারতা লুকিয়ে আছে — দখিন হাওয়ায় তারি আভাস শুনি থেকে থেকে।। দল মেলেছে তোমার মনের মুকুল এতদিনে — সেই কথাটি পাখিরা গায় বিজন বিপিনে। তোমার ঘাটের ঢেউগুলি হায় আমার ঘাটে দোল দিয়ে যায় — লতায় পাতায় জোছনা দিয়ে সেই কথা চাঁদ লেখে।।