বাণী
গুরুমন্ত্র তোমার উঠল জ্ব’লে হোমের শিখার মত। এক নিমেষে ভষ্ম হ’ল পাপ-তাপ মোর যত।। চির-আঁধার ছিল আমার হিয়া তুমি এলে মন্দ্র-প্রদীপ নিয়া, হল চকিতে সেই দীপালোকে মনের আঁধার গত।। উজ্জ্বল মোর ঘন-দেউলে কোন্ সে আদি ঋষি, গভীর উদার মন্ত্র তোমার জপে দিবা-নিশি। রিপু দানব যথা ক’রত বাস সেই মন হ’ল আজ আনন্দ-কৈলাস, সে-কৈলাসে তুমি শিব, আমি দীন প্রণত।।