বাণী
ঝর্ঝর নির্ঝর ধারা বহে, পাহাড়ি পথে। যেন বন-দেবীর বীণা বাজে ভোর আলোতে।। ঝিকিমিকি ঝিকিমিকি প্রভাতী তারা শোনে সেই জল-ছলছল সুর তন্দ্রাহারা, গ’লে পড়ে আনন্দে তুষার ধারা গিরি-শিখর হ’তে।। রঙিন প্রজাপতি অলস মনে, হাল্কা, পাখায় ফেরে দোপাটি-বনে। শোনে মঞ্জীর বনলক্ষ্মীর, কঙ্কণ চুড়ি বাজে নুড়ির তালে, পাষাণ-জাগানো ঝরনা-স্রোতে।।