বাণী
কার মঞ্জির রিনিঝিনি বাজে — চিনি চিনি। প্রাণের মাঝে সদা বাজে তারি রাগিণী।। বন-শিরিষের জিরিজিরি পাতায় ধীরি ধীরি ঝিরি ঝিরি নূপুর বাজায়, তমাল-ছায়ায় বেড়ায় ঘুরে মায়া-হরিণী।। আমার গানে তারি চরণের অনুরণনে ছন্দ জাগে গন্ধে রসে রূপে বরণে। কান পেতে রই দুয়ার পাশে — তারি আসার আভাস আসে, ঝঙ্কার তোলে মনের বীণায় বীণ-বাদিনী।।