বাণী
কেন আমায় আন্লি মাগো মহাবাণীর সিন্ধু কূলে। মোর ক্ষুদ্র ঘটে এ সিন্ধু-জল কেমন ক’রে নেবো তুলে।। চতুর্বেদে এই সিন্ধুর জল ক্ষুদ্র চারিবিন্দু হয়ে করছে টলমল, এই বাণীরই বিন্দু যে মা গ্রহ তারা গগন মূলে। ইহারই বেগ ধরতে শিরে, শিবের জটা পড়ে খুলে।। অনন্তকাল রবি-শশী এই সে-মহাসাগর হ’তে, সোনার ঘটে রসের ধারা নিয়ে ছড়ায় ত্রিজগতে। বাঁশিতে মোর স্বল্প এ আধারে অনন্ত সে-বাণীর ধারা ধরতে কি মা পারে? শুনেছি মা হয় সীমাহীন ক্ষুদ্রও তোর চরণ ছুঁলে।।