বাণী
মৌন আরতি তব বাজে নিশিদিন ত্রিভুবন মাঝে প্রভু বানী-বিহীন।। সম্ভ্রমে-শ্রদ্ধায় গ্রহ-তারা দল স্থির হয়ে রয় অপলক অচপল, ধ্যান-মৌনী মহাযোগী অটল আপন মহিমায় তুমি সমাসীন।। মৌন সে সিন্ধুতে জলবিম্বের প্রায় বাণী ও সঙ্গীত যায় হারাইয়া যায়। বিস্ময়ে অনিমেষ আঁখি চেয়ে রয় তব পানে অনন্ত সৃষ্টি-প্রলয়, তব ধ্রুব-লোকে, হে চির অক্ষয়, সকল ছন্দ-গতি হইয়াছে লীন।।