বাণী
নাচে তেওয়াড়ী চৌবেজী দৌবে পাঁড়ে তালে তালে ভুঁড়ি নাড়ে (হাঁরে)।। নাচে কাবলিওয়ালা আগা হেলায় দাড়ি নাচে ইয়া গোঁফওয়ালা প’রে ঘাঘরি শাড়ি। নাচে পান্ডাজী ধপাস্ ধপাস্ নাচে যুপী বুড়ি থপাস্ থপাস্ ফোঁপরা ঢেঁকিতে যেন চাল কাঁড়ে।। নাচে তাড়তা হিড়িম্বে শূর্পণখা নাচে উচ্চিংড়ে আরশোলা গুবরে পোকা নাচে কিক্কড় কাল্লু গামা, নাচিছে ধুচুনি নাচিছে ধামা নাচিছে ডুয়েট ঘটোৎকচ গোপাল ভাঁড়ে।। নাচে নানা মিঞা হায় হায় ঘুরিয়ে লুঙ্গি নাচে মাদ্রাজি উড়িয়া মগ বার্মিজ ফুঙ্গি তাকিয়ার খোল পরে বল নাচে সায়েবের সাথে মেম পাছে পাছে ঘুরে ঘুরে যেন গরু ধান মাড়ে।।