বাণী
নয়ন মুদিল কুমুদিনী হায়! তাহার ধ্যানের চাঁদ ডুবে যায়।। ভরিল সরসী তা’রি আঁখি-জলে ঢলিয়া পড়িল পল্লব-তলে, অকরুণ নিষাদের তীর সম অরুণ-কিরণ বেঁধে এসে গায়।। কপোলের শিশির অভিমানে শুকালো, পাপড়ির আড়ালে পরাগ লুকাল। সরসীর জলে পড়ে আকাশের ছায়া নাই সেথা তারা-দল, চাঁদের মায়া, জলে ডুবে মেটে না প্রাণের তৃষা হৃদয়ের মধু তার হৃদয়ে শুকায়।।