বাণী
নিশির নিশুতি যেন হিয়ার ভিতরে গো, সে বলেও না টলেও না থমথম করে গো॥ যেন নতুন পিঞ্জরের পাখি, ঘেরা টোপে ঢাকা থাকি জটিলা-কুটিলার ভয়ে আছি আমি ম’রে গো॥ যেন চোরের বউ কান্তে নারি ভয়ে ফুকারিয়া গো, আমি রান্না ঘরে কান্না লুকাই লঙ্কা-ফোড়ন দিয়া গো। ব্যথার ব্যথী পাইরে কোথা, জানাই যা’রে মনের ব্যথা বুকে ধিকি ধিকি তুষের আগুন জ্ব’লবে চিরতরে বুঝি জ্ব’লবে জনম ভ’রে গো॥