বাণী
ওমা একলা ঘরে ডাকব না আর দুয়ার বন্ধ ক’রে। তুই সকল ছেলের মা যেখানে ডাকব মা সেই ঘরে।। রুদ্ধ আমার একলা এ মন্দিরে, পথ না পেয়ে যাস্ বুঝি মা ফিরে, মোরে জ্যোতির্লোকে ঘুম্ পাড়িয়ে তাপিত সন্তানে নিয়ে মাগো কাঁদিস্ বুকে ধ’রে।। আমি একলা মানুষ হ’তে গিয়ে হারাই মা তোর স্নেহ, আমি যে ঘর যেতে ঘৃণা করি মা,-সেবি তোর গেহ। দুর্বল মোর ভাই বোনদের তুলে, আমি দাঁড়াব মা যেদিন, চরণ মূলে। সেদিন মা তুই আপনি এসে কোলেতুলে নিবি হেসে, আর হারাব না তোরে।।