বাণী
ওমা কালী সেজে ফিরলি ঘরে, কচি ছেলের কাজল মেখে। একলা আমি কেঁদেছি মা সারাটি দিন ডেকে ডেকে।। হাত বাড়ায়ে মা তোর কোলে আমি যাব না আর ‘মা’ ‘মা’ বলে, মা হয়ে তুই ঘুরে বেড়াস্ আমায় ধূলায় ফেলে রেখে।। তোর আর ছেলেদের অনেক আছে আমার যে মা নাই গো কেহ, আমি শুধু তোরেই জানি, যাচি শুধু তোরই স্নেহ। তাই আর কারে যেই ধরিস কোলে — মোর দু'চোখ ভ'রে ওঠে জলে (মাগো), আমি রাগে-অনুরাগে কাঁদি অভিমানে দূরে থেকে।।