বাণী
পরজনমে যদি আসি এ ধরায়। ক্ষণিক বসন্ত যেন না ফুরায়॥ মিলনে নাহি যেন রহে অবসাদ১ ক্ষয় নাহি হয় যেন চৈতালি-চাঁদ, কণ্ঠ-লগ্ন মোর প্রিয়ার বাহু খুলিয়া২ না পড়ে যেন, নিশি না পোহায়॥ বাসি নাহি হয় যেন রাতের মালা, ভরা থাকে যৌবন-রস-পেয়ালা। জীবনে না রহে যেন মরণ-স্মৃতি পুরাতন নাহি হয় প্রেম-প্রীতি, রবে অভিমান রহিবে না বিরহ, ফিরে যেন আসে প্রিয়া মাগিয়া বিদায়॥
১. মিলনে যেন নাহি আসে অবসাদ, ২. ঢলিয়া