বাণী
থির হয়ে তুই ব’স দেখি মা খানিক আমার আঁখির আগে দেখব নিত্য লীলাময়ী থির হলে তুই কেমন লাগে।। শান্ত হ’লে ডাকাত মেয়ে কেমন দেখায় দেখব চেয়ে (মা গো) চিন্ময় শিব শম্ভু কেন চরণ-তলে শরণ মাগে।। দেখব চেয়ে জননী তুই সাকারা না নিরাকারা কেমন করে কালি হয়ে নামে ব্রক্ষ্মজ্যোতিধারা। কোলে নিতে কোলের ছেলে শ্মশান জাগিস বাহু মেলে কেমন ক’রে মহামায়া তোর বুকে মায়া জাগে।।