বাণী
আবার কি এলো রে বাদল। ল’য়ে পিঠভরা এলোচুল, চোখ ভরা জল।। তৃষিত গগনের তৃষ্ণা কি মিটিল কৃষ্ণা-প্রিয়ায় পেয়ে হিয়া কি তিতিল, কাহার বিরহ-দাহন জুড়াল, মোর মত কা’র নিশি হইল বিফল।। ফুটিল কি কদম কেয়া, দোলে, কা’র বুকে ফুল, কা’র নয়নে দেয়া। কে গেল অভিসারে, কে কাঁদে ভবনে কা’র দীপ নিভে গেল দুরন্ত পবনে, কণ্ঠ-লগ্না কা’র কান্তা ঘুমায় মোর মত কা’র বুকে জ্বলিছে অনল।।