বাণী

আকাশের মৌমাছি-তারকার দল,
পিয়ে চৈতালী চাঁদের মধু, হ’ল বিহ্বল।।
মোর মাধবী বনে মৌমাছি আসে না
আমার আকাশে আর চাঁদ হাসে না।
ভালো লাগে না এ চাঁদের আলো
পুষ্পল পরিমল-ছাওয়া বনতল।।
দক্ষিণ সমীরণে বন বিঘোর গানে, মন ভরে না।
বিধুর বাঁশরি বাজে, মধু মঞ্জরী, তবু মঞ্জুরে না।
বুলবুলি এসেছিল, ভুল সে কি ভুল?
তেমনি তো ফোটে হেনা চম্পার ফুল।
বেণী বাঁধা বধু লো ধূলায় লুটায়
			কাঁদে এলো-কুন্তল।।