বাণী
আমার ভুবন কান পেতে রয় প্রিয়তম তব লাগিয়া দীপ নিভে যায়, সকলে ঘুমায় মোর আঁখি রহে জাগিয়া।। তারারে শুধাই, ‘কত দেরি আর কখন আসিবে বিরহী আমার?’ ওরা বলে, ‘হের পথ চেয়ে তার নয়ন উঠেছে রাঙিয়া’।। আসিতেছে সে কি মোর অভিসারে কাঁদিয়া শুধাই চাঁদে মোর মুখপানে চেয়ে চেয়ে চাঁদ নীরবে শুধু কাঁদে। ফাগুন বাতাস করে হায় হায় বলে, বিরহিণী তোর নিশি যে পোহায় ফুল বলে, ‘আর জাগিতে নারি গো ঘুমে আঁখি আসে ভাঙিয়া’।।