বাণী
আমি কলহেরি তরে কলহ করেছি বোঝনি কি রসিক বঁধূ। তুমি মন বোঝ মনোচোর মান বোঝ নাকি হে — তুমি ফুল চেন, চেন নাকি মধু? তুমি যে মধুবনের মধুকর, তুমি মধুরম মধুরম মধুময় মনোহর কলহেরি কূলে রহে অভিমান-মধু যে, চেন নাকি বঁধু হে — রাগের মাঝে রহে অনুরাগ-মধু যে, দেখ নাকি বঁধু হে — কলঙ্কী বলে গগনের চাঁদ প্রতি দিন ক্ষয় হয় তুমি নিত্য পূর্ণ চাঁদ সম প্রিয়তম চির অক্ষয় এ চাঁদে একাদশী নাই হে — শুধু রাধা একা দোষী হলো নিত্য কেন পায় না মোর কৃষ্ণ চাঁদে যে একাদশী নাই হে — সেই ব্রজগোপীদের ঘর আছে পর আছে কৃষ্ণ বিনা নাই রাধার কেহ আমিও জানি যেন আমাও শ্রীকৃষ্ণ কেবল রাধাময় দেহ। সে রাধা প্রেমে বাঁধা সে রাধা ছাড়া জানে না, রাধাময় দেহ সে রাধা প্রেমে বাঁধা।