বাণী
আমিনা দুলাল এসো মদিনায় ফিরিয়া আবার, ডাকে ভুবনবাসী। হে মদিনার চাঁদ! জ্যোতিতে তোমার, আঁধার ধরার মুখে ফোটাও হাসি।। নয়নেরই পিয়ালায় আনো হজরত তরাইতে পাপীরে খোদার রহমত, আবার কাবার পানে ডাকো সকলে বাজায়ে মধুর কোরানের বাঁশি।। শোকে বেদনার পাপের জ্বালায় হের মৃত-প্রায় আজি বিশ্ব নিখিল, খোদার হাবিব এসে বাঁচাও বাঁচাও, বসাও খুশির হাট, তাজা কর দিল্। প্রেম-কওসর দিয়ে বেহেশ্ত্ হতে মেহেদীরে পাঠাও দুঃখের জগতে, দুনিয়া ভাসুক পুন পুণ্য-স্রোতে শোনাও আজান পাপ-তাপ-বিনাশী।।