বাণী
আয় ঘুম আয় ঘুম আয় মোর গোপাল ঘুমায় বহু রাত্রি হল আর জাগাসনে মায়।। কোলে লয়ে তোরে ধীরে ধীরে দোলাবো ঘুম-পাড়ানিয়া গান তোরে শোনাবো গায়ে হাত বুলাবো পাঙ্খা ঢুলাবো মন ভুলাবো কত রূপকথায়।। তোরে কে বলে চঞ্চল একচোখো সে মোর শান্ত গোপাল থাকে গোষ্ঠে ব’সে তোরে কে বলে ঝড় তোলে থির যমুনায় সে যেদিন রাত ঘোরে তার মা’র পায় পায়।।