বাণী
পুরুষ : (বেয়ান, বলি ও বেয়ান ঠাকরুন) বেয়ান তোমার আলু চেরা চোখে আমি মরে আছি স্ত্রী : বেয়াই আমি তাইতো তোমার গোদা পায়ে শরণ যাচি। ও তোমার গোদা পায়ে শরণ যাচি। পুরুষ : (বলি ও বয়ান তোমার) দাঁতে ছাতা গালে ছুলি গলায় পেটে কোলাকুলি আমি দেখেই ছুটি কাছা খুলি (আমি) দেখেই ছুটি ও আমার কাছা খুলে গো দেখেই ছুটি হরিবোল বোলে রে দেখেই ছুটি ও হরিবোল বোলে রে আমি কাছা খুলে বাহু তুলে দেখেই ছুটি। স্ত্রী : (বলি ও বেয়াই, ও কাছা তো নয়) এ যে লেজুড়েরি কাছাকাছি। পুরুষ : (বলি ও বেয়ান ঠাকরুন তোমার) ফোকলা দাঁতে প্রেমের বুলি শুনেই কাঁধে নিলেম ঝুলি। স্ত্রী : (বুঝি গৌর নামের ঝুলি, বলি ও বেয়াই উঁ) বেয়াই নিয়ে এবার যাবে রাঁচি যাবে রাঁচি গৌর হে ওহে গৌর (যাবে রাঁচি) কাছা খুলে বাহু তুলে যাবে রাঁচি (তুমি)। পুরুষ : (বলি ও বেয়ান) ভাগলপুরি বিবির মতন নাদুস নুদুস কি সে গঠন স্ত্রী : (বলি ও হামদো বুড়ো) তুমি মাম্দো ভূত যে চামড়া খেকো ও আমায় করতে এলে আমড়া গাছি।