বাণী
বল্ সই বসে কেনে একা আনমনে চল সই সই পাতাবি গাঁদা ফুলের সনে।। নিয়ে পাথর কুচি, আউস ধানের গুছি অজয় নদীর ধারে খেল্ব নিরজনে।। দেখিস্ আস্বে ফিরে তোর চাঁদ নতুন চাঁদে, চাঁদ-মুখ রেখে ঘরে কে সই রইতে পারে আঁধার কয়লা খাদে! আস্বে পোষা কোকিল, ডাকবে মহুল বনে।। কিন্বে ধেনো জমি এবার টাকা এনে, সে আর যেন গয়না কাপড় না কেনে তোর বলতে যদি লাজে বাধে মুখে আমি বল্ব তারে যা তুই ভাবিস মনে।।