বাণী
বনমালার ফুল জোগালি বৃথাই বন-লতা বনের ডালায় কুসুম শুকায়, বনমালি কোথা।। শুকনো পাতার গুনে নূপুর চমকে ওঠে বনে ময়ূর, রাস নাই আজ নিরাশ ব্রজে গভীর নীরবতা।। যমুনা-জল উজান বেয়ে কদম-তলে আসি’ ভাটিতে যায় ফিরে, নাহি শু’নে শ্যামের বাঁশি। তমাল-ডালে ঝুলনা আর গোপীরা বাঁধেনি এবার, শ্রাবণ এসে কেঁদে শুধায় ঘনশ্যামের কথা।।