আনন্দ-ভৈরব

  • জয় আনন্দ-ভৈরব ডমরু পিনাক-পাণি

    বাণী

    	জয়, আনন্দ-ভৈরব ডমরু পিনাক-পাণি,
    গঙ্গাধর চন্দ্র চূড় শিব তীব্র-ধ্যানী।।
    	তব সূর্যকান্তি রাগে
    	প্রাণে প্রভাত-শান্তি জাগে,
    পর প্রধান পূর্ণরূপ, হে শুদ্ধ জ্ঞানী।।
    সরল মতি শঙ্কর হে, নাচো গরল পিয়ে,
    আশুতোষ তুষ্ট তুমি বিল্বদল নিয়ে।
    	মৃত্যু-ভীত বিশ্বজনে
    	তমসা মগন ভুবনে,
    শোনাও আনন্দিত মাভৈঃ অভয়বাণী।।
    
  • রাধা-তুলসী প্রেম-পিয়াসি গোলকবাসী শ্রীকৃষ্ণ নারায়ণ

    বাণী

    রাধা-তুলসী, প্রেম-পিয়াসি, গোলকবাসী শ্রীকৃষ্ণ নারায়ণ।
    নাম জপ মুখে, মূরতি রাখ বুকে ধ্যান দেখ তারি রপ মোহন।।
    	অমৃত রসঘন কিশোর-সুন্দর,
    	নব নীরদ শ্যাম মদন মনোহর —
    সৃষ্টি প্রলয় যুগল নূপুর শোভিত যাহার রাঙা চরণ।।
    	মগ্ন সদা যিনি লীলারসে,
    	যে লীলা-রস ভরা গোপী-কলসে,
    কান্না-হাসির আলো-ছায়ার মায়ায় যাহার মোহিত ভূবন।।