বাগেশ্রী মিশ্র

  • চোখের নেশার ভালোবাসা

    বাণী

    চোখের নেশার ভালোবাসা সে কি কভু থাকে গো
    জাগিয়া স্বপনের স্মৃতি স্মরণে কে রাখে গো।।
    তোমরা ভোল গো যা’রে চিরতরে ভোল তা’রে
    মেঘ গেলে আবছায়া থাকে কি আকাশে গো।।
    পুতুল লইয়া খেলা খেলেছ বালিকা বেলা
    খেলিছ পরাণ ল’য়ে তেমনি পুতুল খেলা।
    ভাঙ্গিছ গড়িছ নিতি হৃদয়–দেবতাকে গো।
    চোখের ভালোবাসা গ’লে
    শেষ হ’য়ে যায় চোখের জলে
    বুকের ছলনা সেকি নয়ন জলে ঢাকে গো।।
    
  • মা খড়গ নিয়ে মাতিস রণে

    বাণী

    (মা)		খড়গ নিয়ে মাতিস রণে নয়ন দিয়ে বহে ধারা (মা)
    (এমন)	একাধারে নিষ্ঠুরতা কৃপা তোরই সাজে তারা।।
    			তোর করে অসুর-মুন্ডরাশি
    			অধরে না ধরে হাসি
    		জানিস্ মরলে তোর আঘাতে তোরই কোলে যাবে তারা।।
    		মা দুই হাতে তোর বর ও অভয় আর দু’হাতে মুন্ড অসি,
    		ললাটে তোর পূর্ণিমা-চাঁদ, কেশে কৃষ্ণা চতুর্দ্দশী।
    			জননী-প্রায় আঘাত করে
    			দিস্ মা দোলা বক্ষে ধ’রে
    		পাপ-মুক্ত করার ছলে অসুর বধিস ভব-তারা।।
    
  • শ্যামা তোর নাম যার জপমালা

    বাণী

    শ্যামা তোর নাম যার জপমালা তার কি মা ভয় ভাবনা আছে।
    দুঃখ-অভাব-রোগ-শোক-জরা লুটায় মা তার পায়ের কাছে॥
    	যার চিত্ত নিবেদিত তোর চরণে
    	ওমা কি ভয় তাহার জীবনে মরণে।
    যেমন খেলে শিশু মায়ের সম তোর অভয় কোলে সে তেমনি নাচে॥
    	রক্ষামন্ত্র যার শ্যামা তোর নাম,
    	সকল বিপদ তারে করে প্রণাম।
    	সদা প্রসন্ন মন তার ধ্যানে মা তোর,
    	ভূমানন্দে মা গো রহে সে বিভোর।
    তার নিকটে আসিতে নারে কালো কঠোর তব নাম প্রসাদ সে লভিয়াছে॥