দেশী টোড়ি মিশ্র

  • আসিলে কে গো বিদেশি

    বাণী

    আসিলে কে গো বিদেশি দাঁড়ালে মোর আঙিনাতে।
    আঁখিতে ল’য়ে আঁখি-জল লইয়া ফুল-মালা হাতে।।
    জানি না চিনি না তোমায় কেমনে ঘরে দিব ঠাঁই
    অমনি আসে তো সবাই হাতে ফুল, জল নয়ন-পাতে।।
    কত সে প্রেম-পিয়াসি প্রাণ চাহিছে তোমার হাতের দান
    কাঁদায়ে কত গুলিস্তান আমারে এলে কাঁদাতে।।
    ফুলে আর ভোলে না মোর মন, গলে না নয়ন-জলে,
    ভুলিয়া জীবনে একদিন আজিও জ্বলি জ্বালাতে।।
    
  • তোমারি প্রকাশ মহান

    বাণী

    তোমারি প্রকাশ মহান, রে নিখিল দুনিয়া জাহান্!
    তোমারি জ্যোতিতে রওশন্ নিশিদিন জমিন ও আস্‌মান্‌।।
    নিভিল কোটি তপন চাঁদ তোমারে খুঁজিয়া প্রভু,
    কত দাউদ ঈশা মুসা করিল তব জয়গান।।
    তোমারে কত নামে হায় ডাকিছে বিশ্ব শিশুর প্রায়,
    কত নামে পূজে তোমায় ফেরেশতা হুর পরী ইনসান্।।
    
  • সকরুণ নয়নে চাহ আজি মোর

    বাণী

    সকরুণ নয়নে চাহ আজি মোর বিদায়-বেলা
    ভুলিতে দাও বিদায়-দিনে হেনেছ যে অবহেলা॥
    হাসিয়া কহ কথা আজ হাসিতে যেমন আগেতে
    হেরিবে মোর জীবন-সাঁঝে গোধূলি রঙের খেলা॥
    হে বন্ধু, বন্ধুর পথে কে কাহার হয়েছে সাথি
    তেমনি থাকিয়া যায় সব যাবার যে যায় সে একেলা॥