লাইট

  • কাছে আমার নাইবা এলে হে বিরহী

    বাণী

    কাছে আমার নাইবা এলে হে বিরহী দূর ভালো।
    নাই কহিলে কথা তুমি ব'লো গানে সুর ভালো।।
    	নাই দাঁড়ালে কাছে আসি'
    	দূরে থেকেই বাজিয়ো বাঁশি।
    চরণ তোমার নাই বা পেলাম চরণের নূপুর ভালো।।
    ওগো পথে পাওয়ার চেয়ে আমায় চাওয়ায় যেন পথ-বঁধু
    দুই কূলেতে রইব দুজন বইবে মাঝে স্রোত-বঁধূ।
    	পরশ তোমার চাই না প্রিয়
    	তোমার হাতের আঘাত দিও
    মিলন তোমার সইতে নারি বেদনা-বিধুর ভালো।।
    
  • দিনগুলি মোর পদ্মেরই দল যায় ভেসে

    বাণী

    দিনগুলি মোর পদ্মেরই দল যায় ভেসে যায় কালের স্রোতে
    ওগো সুদূর ওগো বিধুর তোমার সাগর-তীর্থ -পথে।।
    	বিফল দিনের কমলগুলি
    	পড়লো ঝ'রে পাপড়ি খুলি'
    নিও প্রিয় তদের তুলি দিন শেষের ম্লান আলোতে।।
    সঞ্চিত মোর দিনগুলি হায় ছড়িয়ে গেল অযতনে;
    তোমার বরণ-মালা গাঁথা হলো না আর এ জীবনে।
    	অন্য মনে কখন বেভুল
    	ভাসিয়ে দিলাম দলি সে ফুল
    বঞ্চিত তাই হবে কি হায় তোমার চরণ-ছোওয়া হ'তে।।
    

  • মালা যদি মোর ধূলায় মলিন হয়

    বাণী

    মালা যদি মোর ধূলায় মলিন হয়
    ব'সে আছি তাই অঞ্চলে নিয়ে কুসুমেরি সঞ্চয়।।
    	ফুলহার যদি কর অবহেলা
    	তাই ভাবি আর ব'য়ে যায় বেলা
    হৃদয়ে থাকুক লুকানো আমার হৃদয়ের পরিচয়।।
    বিফল যদি গো হয় পূজা নিবেদন
    মন্দির-দ্বারে দাঁড়াইয়া তাই পাষাণেরই নারায়ণ।।
    	কেন কাছে আসি, এসে ফিরে যাই
    	যদি ফেল জেনে ভয় মানি তাই
    সকলি সহিব, সহিতে নারিব হৃদয়ের পরাজয়।।