মার্চের সুর

  • কল-কল্লোলে ত্রিংশ কোটি-কণ্ঠে উঠেছে গান

    বাণী

    কল-কল্লোলে ত্রিংশ কোটি-কণ্ঠে উঠেছে গান
    জয় আর্যাবর্ত, জয় ভারত, জয় হিন্দুস্থান।।
    শিরে হিমালয় প্রহরী, পদ বন্দে সাগর যাঁর,
    শ্যাম বনানী কুন্তলা রানী জন্মভূমি আমার।
    	ধূসর কভু উষর মরুতে,
    	কখনো কোমল লতায় তরুতে,
    কখনো ঈশানে জলদ-মন্দ্রে বাজে-মেঘ বিষাণ।।
    সকল জাতি সকল ধর্ম পেয়েছে হেথায় টাই
    এসেছিল যারা শত্রুর রূপে, আজ সে স্বজন ভাই।।
    	বিজয়ীর বেশে আসিল যাহারা,
    	আজি মা’র কোলে সন্তান তারা,
    (তাই) মা’র কোল নিয়ে করে কাড়াকাড়ি হিন্দু মুসলমান।।
    জৈন পার্শী বৌদ্ধ শক্তি খ্রিস্টান বৈষ্ণব
    মা’র মমতায় ভুলিয়া বিরোধ এক হয়ে গেছে সব।
    	ভুলি’ বিভিন্ন ভাষা আর বেশ
    	গাহিছে সকলে আমার স্বদেশ
    শত দল মিলে’ শতদল হ’য়ে করিছে অর্ঘ্য দান।।
    
  • চল্‌ চল্ চল্

    বাণী

    চল্ চল্ চল্। চল্ চল্ চল্।
    ঊর্ধ্ব গগনে বাজে মাদল
    নিম্নে উতলা ধরণী-তল
    অরুণ প্রাতের তরুণ দল
    	চল্ রে চল্ রে চল্
    		চল্ চল্ চল্।।
    ঊষার দুয়ারে হানি’ আঘাত
    আমরা আনিব রাঙা প্রভাত
    আমরা টুটাব তিমির রাত
    		বাধার বিন্ধ্যাচল।
    নব নবীনের গাহিয়া গান
    সজীব করিব মহাশ্মাশান
    আমরা দানিব নূতন প্রাণ
    		বাহুতে নবীন বল।
    চল্ রে নও জোয়ান
    শোন্ রে পাতিয়া কান
    মৃত্যু-তোরণ-দুয়ারে-দুয়ারে
    		জীবনের আহবান।
    		ভাঙ্ রে ভাঙ্ আগল
    		চল্ রে চল্ রে চল্
    			চল্ চল্ চল্।।
    
  • চল্ রে চপল তরুণ-দল বাঁধন হারা

    বাণী

    চল্‌ রে চপল তরুণ-দল বাঁধন হারা
    চল্‌ অমর সমরে, চল ভাঙি’ কারা
    জাগায়ে কাননে নব পথের ইশারা।।
    প্রাণ-স্রোতের ত্রিধারা বহায়ে তোরা ওরে চল!
    জোয়ার আনি, মরা নদীতে পাহাড় টলায়ে মাতোয়ারা।।
    ডাকে তোরে স্নেহভরে ‘ওরে ফিরে আয় ফিরে ঘরে’
    তারে ভোল্‌ ওরে ভোল্‌ তোরা যে ঘর-ছাড়া।।
    তাজা প্রাণের মঞ্জুরি ফুটায়ে পথে তোরা চল্‌,
    রহে কে ভুলে ছেঁড়া পুঁথিতে তাদের পরানে দে রে সাড়া।
    রণ-মাদল আকাশে ঘন বাজে গুরু গুরু।
    আঁধার ঘরে কে আছে প’ড়ে তাহার দুয়ারে দে রে নাড়া।।
    
  • ঝড়-ঝঞ্ঝার ওড়ে নিশান

    বাণী

    ঝড়-ঝঞ্ঝার ওড়ে নিশান, ঘন-বজ্রে বিষাণ বাজে।
    জাগো জাগো তন্দ্রা-অলস রে, সাজো সাজো রণ-সাজে।।
    দিকে দিকে ওঠে গান, অভিযান অভিযান!
    আগুয়ান আগুয়ান হও ওরে আগুয়ান
    ফুটায়ে মরুতে ফুল-ফসল।
    জড়ের মতন বেঁচে কি ফল? কে র’বি প’ড়ে লাজে।।
    বহে স্রোত জীবন-নদীর, চল চঞ্চল অধীর,
    তাহে ভাসিবি কে আয়, দূর সাগর ডেকে যায়।
    হ’বি মৃত্যু-পাথার পার, সেথা অনন্ত প্রাণ বিরাজে।।
    	পাঁওদল্‌ রণে চল্‌, চল্‌ রণে চল্‌
    	পাঁওদল আগে চল্‌, চল্‌ রণে চল্‌
    মরুতে ফোটাতে পারে ওই পদতল প্রাণ-শতদল।
    	বিঘ্ন-বিপদে করি’ সহায়
    	না-জানা পথের যাত্রী আয়,
    স্থান দিতে হবে আজি সবায়, বিশ্ব-সভা-মাঝে।।
    
  • টলমল টলমল পদভরে

    বাণী

    টলমল টলমল পদভরে
    বীরদল চলে সমরে॥
    খরধার তরবার কটিতে দোলে
    রণন ঝনন রণ-ডঙ্কা বোলে
    ঘন তূর্য-রোলে শোক-মৃত্যু ভোলে
    দেয় আশিস সূর্য সহস্র করে॥
    চলে শ্রান্ত দূর-পথে মরু দুর্গম পর্বতে
    চলে বন্ধুবিহীন একা, মোছে রক্তে ললাট-কলঙ্ক-লেখা।
    কাঁপে মন্দিরে ভৈরবী -  এ কি বলিদান!
    জাগে নিঃশঙ্ক শঙ্কর ত্যজিয়া শ্মশান!
    দোলে ঈশান মেঘে কাল প্রলয় নিশান!
    বাজে ডম্বরু, অম্বর কাঁপিছে ডরে॥
    
  • দিকে দিকে পুন জ্বলিয়া উঠেছে

    বাণী

    দিকে দিকে পুন জ্বলিয়া উঠেছে দীন-ই-ইসলামী লাল মশাল।
    ওরে বে-খবর, তুইও ওঠ্‌ জেগে, তুইও তোর প্রাণ-প্রদীপ জ্বাল।।
    গাজী মুস্তফা কামালের সাথে জেগেছে তুর্কী সুর্খ-তাজ,
    রেজা পহ্‌লবী-সাথে জাগিয়াছে বিরান মুলুক ইরানও আজ
    গোলামী বিসরি’ জেগেছে মিসরী, জগলুল-সাথে প্রাণ-মাতাল।।
    ভুলি’ গ্লানি লাজ জেগেছে হেজাজ নেজদ্‌ আরবে ইবনে সউদ্‌
    আমানুল্লার পরশে জেগেছে কাবুলে নবীন আল-মামুদ,
    মরা মরক্কো বাঁচাইয়া আজি বন্দী করিম রীফ্‌-কামাল।।
    জাগে ফয়সল্‌ ইরাক আজমে, জাগে নব হারুন-আল্‌-রশীদ,
    জাগে বয়তুল মোকাদ্দস্‌ রে; জাগে শাম দেখ্‌ টুটিয়া নিদ
    জাগে না কো শুধু হিন্দের দশ কোটি মুসলিম বে-খেয়াল।।
    মোরা আস্‌হাব কাহাফের মত হাজারো বছর শুধু ঘুমাই,
    আমাদেরি কেহ ছিল বাদশাহ্‌ কোন কালে; তার করি বড়াই,
    জাগি যদি মোরা, দুনিয়া আবার কাঁপিবে চরণে টাল্‌মাটাল।।
    
  • শঙ্কাশূন্য লক্ষ কন্ঠে বাজিছে শঙ্খ ঐ

    বাণী

    শঙ্কাশূন্য লক্ষ কন্ঠে বাজিছে শঙ্খ ঐ
    পুণ্য-চিত্ত মৃত্যু তীর্থ-পথের যাত্রী কই।।
    আগে জাগে বাধা ও ভয়
    ও ভয়ে ভীত নয় হৃদয়
    জানি মোরা হবই হব জয়ী।।
    জাগায়ে প্রাণে প্রানে নব আশা, ভাষাহীন মুখে ভাষা
    হে নবীন আন নব পথের দিশা নিশি শেষের ঊষা
    কেহ না দেশে মানুষ তোমরা বৈ।।
    স্বর্গ রচিয়া মৃত্যুহীন চল ওরে কাঁচা চল নবীন
    দৃপ্ত চরণে নৃত্য দোল জাগায়ে মরুতে রে বেদুইন!
    'নাই নিশি নাই' জাগে শুভ্র দীপ্ত দিন।
    নাই ওরে ভয় নাই জাগে ঊর্দ্ধে দেবী জননী শক্তিময়ী।।