মেঘ

  • গগনে সঘন চমকিছে দামিনী

    বাণী

    গগনে সঘন চমকিছে দামিনী
    মেঘ-ঘন-রস রিমঝিম বরষে।
    একেলা ভবনে বসি’ বাতায়নে
    পথ চাহে বিরহিণী কামিনী।।
    পূবালি পবন বহে দাদুরি ডাকে,
    অভিসারে চলে খুঁজে’ কাহাকে।
    বৈরাগিনী সাজে উন্মনা যামিনী।।
    

  • শ্যামা-তন্বী আমি মেঘ-বরণা

    বাণী

    শ্যামা-তন্বী আমি মেঘ-বরণা।
    দৃষ্টিতে১ বৃষ্টির ঝরে ঝরনা।।
    অম্বরে জলদ মৃদঙ্গ বাজাই 
    কদম-কেয়ায় বন-ডালা সাজই, 
    হাসে শস্যে পুষ্পে ধরা নিরাভরণা।।
    পুবালি হাওয়ায় ওড়ে কালো কুম্ভল
    বিজলি ও মেঘ — মুখে হাসি চোখে জল,
    রিমিঝিমি নেচে যাই চল-চরণা।।
    

    ১. মোর দৃষ্টিতে