মূলতান-কানাড়া মিশ্র

  • অঝোর ধারায় বর্ষা ঝরে সঘন তিমির রাতে

    বাণী

    অঝোর ধারায় বর্ষা ঝরে সঘন তিমির রাতে।
    নিদ্রা নাহি তোমায় চাহি’ আমার নয়ন-পাতে॥
    		ভেজা মাটির গন্ধ সনে
    		তোমার স্মৃতি আনে মনে,
    বাদ্‌লী হাওয়া লুটিয়ে কাঁদে আঁধার আঙিনাতে॥
    হঠাৎ বনে আস্‌ল ফুলের বন্যা পল্লবেরই কূলে,
    নাগকেশরের সাথে কদম কেয়া ফুট্‌ল দুলে দুলে।
    নবীন আমন ধানের ক্ষেতে হতাশ বায়ু ওঠে মেতে,
    মন উড়ে যায় তোমার দেশে পূব-হাওয়ারই সাথে॥