পিলু-ভৈরবী

  • আসিলে এ ভাঙা ঘরে কে মোর রাঙা অতিথি

    বাণী

    আসিলে এ ভাঙা ঘরে কে মোর রাঙা অতিথি।
    হরষে বরিষে বারি শাওন-গগন তিতি'।।
    বকুল-বনের সাকি নটীন পুবালি হাওয়া
    বিলায় সুরভি-সুরা মাতায় কানন-বীথি।।
    তিতির শিখীর সাথে নোটন-কপোতী নাচে;
    ঝিঁঝির ঝিয়ারি গাহে ঝুমুর কাজরি-গীতি।
    হিঙুল হিজল-তলে ডাহুক পিছল-আঁখি,
    বধূর তমাল-চোখে ঘনায় নিশীথ-ভীতি।
    তিমির-ময়ুর আজি তারার পেখম খোলে
    জড়ায় গগন-গলে চাঁদের ষোড়শী তিথি।।
    
  • ঐ ঘর ভুলানো সুরে

    বাণী

    ঐ ঘর ভোলানো সুরে কে গান গেয়ে যায় দূরে। 
    তার সুরের সাথে সাথে মোর মন যেতে চায় উড়ে।। 
    তা'র সহজ গলার তানে 
    সে ফুল ফোটাতে জানে, 
    তা'র সুরে ভাটির-টানে নব জোয়ার আসে ঘুরে।। 
    তা'র সুরের অনুরাগে 
    বুকে প্রণয়-বেদন জাগে; 
    বনে ফুলের আগুন লাগে, ফুল সুধায় ওঠে পুরে।। 
    বুঝি সুর-সোহাগে ওরি, 
    পায় যৌবন কিশোরী, 
    হিয়া বুঁদ হয়ে গো নেশায় তার পায়ে পায়ে ঘুরে।।
    

    ১. গানে