রাগেশ্রী

  • সংসারেরি দোলনাতে মা ঘুম পাড়িয়ে

    বাণী

    সংসারেরি দোলনাতে মা ঘুম পাড়িয়ে কোথায় গেলি?
    আমি অসহায় শিশুর মত ডাকি মা দুই বাহু মেলি’।।
    	অন্য শক্তি নাই মা তারা
    	‘মা’ বুলি আর কান্না ছাড়া,
    তোরে না দেখলে কেঁদে উঠি, আবার কোল পেলে মা হাসি খেলি।।
    (ও মা) ছেলেকে তোর তাড়ন করে মায়ারূপী সৎমা এসে।
    আবার ছয় রিপুতে দেখায় মা ভয় পাপ এলো পুতনার বেশে।১
    	মরি ক্ষুধা তৃষ্ণাতে মা
    	শ্যামা আমার কোলে নে মা।
    আমি ক্ষণে চমকে উঠি ভাবি দয়াময়ী মা কি এলি।।
    

    ১. পাপবর্গী এলো দেশে।

  • হে প্রবল দর্পহারী কৃষ্ণ-মুরারি

    বাণী

    হে প্রবল দর্পহারী কৃষ্ণ-মুরারি।
    শরণাগত আর্ত-পরিত্রাণ-পরায়ণ —
    		যুগ যুগ সম্ভব নারায়ণ দানবারি।।
    ভূ-ভার হরণে এসো জনার্দন হৃষিকেশ,
    কল্কীরূপে অধর্ম নিধনে এসো দনুজারি —
    		কংসারি গিরিধারী ডাকে ভয়ার্ত নরনারী।।
    দুর্বল দীনের বন্ধু, জন-গণ ত্রাতা
    নিঃস্বের সহায় পরমেশ বিশ্ব-বিধাতা,
    		তিমির-বিদারি এসো মহা-ভারত-বিহারী।।
    এসো উৎপীড়িতের নীরব রোদনে এসো
    এসো বীরের আত্মদানে প্রাণ-উদ্বোধনে এসো,
    দেশ-দ্রৌপদীর লজ্জাহারী, দৈত্য-গর্ব-খর্ব-কারী —
    		শঙ্খ-চক্র-গদা-পদ্ম-ধারী।।