রূপমঞ্জরি (নজরুল-সৃষ্ট)

  • পায়েলা বোলে রিনিঝিনি

    বাণী

    পায়েলা বোলে রিনিঝিনি।
    নাচে রূপ-মঞ্জরি শ্রীরাধার সঙ্গিনী।।
    	ভাব-বিলাসে
    	চাঁদের পাশে,
    ছড়ায়ে তারার ফুল নাচে যেন নিশীথিনী।।
    নাচে উড়ায়ে নীলাম্বরী অঞ্চল,
    মৃদু মৃদু হাসে আনন্দ রাসে শ্যামল চঞ্চল।
    কভু মৃদুমন্দ
    কভু ঝরে দ্রুত তালে সুমধুর ছন্দ,
    বিরহের বেদনা মিলন-আনন্দ —
    ফোটায় তনুর ভঙ্গিমাতে ছন্দ-বিলাসিনী।।