সারং মিশ্র

  • চাঁপা রঙের শাড়ি আমার

    বাণী

    চাঁপা রঙের শাড়ি আমার যমুনা-নীর ভরণে গেল ভিজে।
    ভয়ে মরি আমি, ঘরে ননদী, কহিব শুধাইলে কি যে।।
    	ছি ছি হরি, একি খেল লুকোচুরি
    	একেলা পথে পেয়ে কর খুন্‌সুড়ি,
    রোধিতে তব কর ভাঙিল চুড়ি — ছলকি গেল কলসি যে।।
    	ডাঁশা কদম্ব দিবে বলি হরি
    	ডাকিলে-তরুতলে কেন ছল করি’,
    কাঁচা বয়সী পাইয়া শ্রী হরি — মজাইলে, মজিলে নিজে।।