সারং মিশ্র

  • চাঁপা রঙের শাড়ি আমার

    বাণী

    চাঁপা রঙের শাড়ি আমার যমুনা-নীর ভরণে গেল ভিজে।
    ভয়ে মরি আমি, ঘরে ননদী, কহিব শুধাইলে কি যে।।
    	ছি ছি হরি, একি খেল লুকোচুরি
    	একেলা পথে পেয়ে কর খুন্‌সুড়ি,
    রোধিতে তব কর ভাঙিল চুড়ি — ছলকি গেল কলসি যে।।
    	ডাঁশা কদম্ব দিবে বলি হরি
    	ডাকিলে-তরুতলে কেন ছল করি’,
    কাঁচা বয়সী পাইয়া শ্রী হরি — মজাইলে, মজিলে নিজে।।
    
  • বাদল-মেঘের মাদল-তালে

    বাণী

    বাদল-মেঘের মাদল-তালে ময়ূর নাচে দু’লে দু’লে।
    আকাশে নাচে মেঘের পরী বিজ্‌লি-জরীন্ ফিতা পড়ে খুলে’।।
    	কদম্ব-ডালে ঝুলনিয়া ঝুলায়ে
    	বনের বেণী কেয়াফুল দুলায়ে,
    তাল তমাল বনে কাজল বুলায়ে — বর্ষারানী নাচে এলোচুলে।।
    	তরঙ্গ-রঙ্গ নাচে নটিনী
    	ভরা-যৌবন ভাদর-তটিনী,
    পরি’ ফুলমালা নাচে বনমালা — সবুজ সুধার লহর তু’লে।।