সেতারখানি

  • ধীরে যায় ফিরে ফিরে চায়

    বাণী

    ধীরে যায় ফিরে ফিরে চায়।
    চলে নব অভিসারে, ভীরু কিশোরী,
    ওঠে পাতাটি নড়লে সে চম্‌কে।।
    হরিণ নয়নে সভয় চাহনি,
    আসিছে কে যেন দেখিবে এখনি
    পথে সে দেয় ফেলে মুখর নূপুর খুলে,
    আপন ছায়া হেরি ওঠে গা ছম্‌কে॥
    ‘চোখ গেল চোখ গেল’ ডাকে পাপিয়া
    শুনিয়া শরমে ওঠে কাঁপিয়া;
    হায়, যার লাগি এত, কোথায় সে
    ঝিল্লি-রবে ভাবে কেউ হবে
    বনে ফুল ঝরার আওয়াজে দাঁড়ায় সে থম্‌কে॥
    
  • শোনো লো বাঁশিতে ডাকে

    বাণী

    শোনো লো বাঁশিতে ডাকে আমারে শ্যাম।
    গুমরিয়া কাঁদে বাঁশি ল’য়ে ‘রাধা রাধা’ নাম।।
    	পিঞ্জরে পাখি যেন
    	লুটাইয়া কাঁদে মন,
    আশে পাশে গুরুজন বাম।।
    
  • শোন্ ও-সন্ধ্যা-মালতী বালিকা তপতী

    বাণী

    শোন্ 	ও-সন্ধ্যা-মালতী, বালিকা তপতী
    	বেলা শেষের বাঁশি বাজে, বাজে।
    	শোনো মাধবী চাঁদের মধুর মিনতি
    	উদাস আকাশ মাঝে।।
    তব	মৌন ব্রত ভাঙ্গো কও কথা কও
    মোর	নৃত্য আরতির সঙ্গিনী হও,
    	মাধবী হেনা হের এলো বাহিরে —
    	রসরাজে হেরি’ রাস-নৃত্যের সাজে।।
    তুমি	যার লাগি’ সারাদিন, বিরহ ধ্যান-লীন একাকিনী কুঞ্জে।
    	সুন্দর দাঁড়ায়ে তব দ্বারে আঁধারে
    	মঞ্জরি-দীপ জ্বালো ডাকো তারে,
    	বুকের চন্দন-সুরভি ঢালো —
    	পাতার আঁচলে মুখ ঢেকো না লাজে।।