বাণী
দ্বীনের নবীজি শোনায় একাকী কোরানের মধু-বাণী। আয়েশা খাতুন শোনেন বসিয়া, নয়নে ঝরিছে পানি।। বে-দ্বীন দিওয়ানা হ’য়ে কাঁদে যে কোরান ল’য়ে, বিশ্ববাসী আনিল ঈমান যে পাক কোরান মানি’।। চন্দ্র-তারকা-গ্রহ আদি ঐ তরুলতা মরু-বায়, কোরানের সেই আয়াত শুনিয়া লুটায় নবীর পায়। কোরানে জাগাও ওরে জ্ঞান-গরিমায় মোরে, মরিতে আমায় দিও গো ল’য়ে বক্ষে কোরানখানি।