বাণী
হে মদিনার বুলবুলি গো গাইলে তুমি কোন গজল। মরুর বুকে উঠল ফুটে প্রেমের রঙিন গোলাপ দল।। দুনিয়ার দেশ-বিদেশ থেকে, গানের পাখি উঠল ডেকে মুয়াজ্জিনের আজান ধ্বনি উঠল ভেদি গগনতল।। সাহারার দগ্ধ বুকে রচ তুমি গুলিস্তান সেথা আস্হাব সব ভ্রমর হয়ে শাহাদতের গাইল গান। দোয়েল কোকিল দলে দলে আল্লা রসূল উঠল ব'লে আল্ কোরানের পাতার কোলে খোদার নামের বইল ঢল।।