বাণী
জগৎ জুড়ে জাল ফেলেছিস্ মা, শ্যামা কি তুই জেলের মেয়ে। (তোর) মায়ার জালে মহামায়া, বিশ্বভুবন আছে ছেয়ে॥ প’ড়ে মা তোর মায়ার ফাঁদে কোটি নরনারী কাঁদে; তোর মায়াজাল ততই বাঁধে পালাতে চায় যত ধেয়ে॥ চতুর যে-মীন সে জানে মা জাল থেকে যে মুক্তি আছে; (তাই) জেলে যখন জাল ফেলে মা সে লুকায় জেলের পায়ের কাছে। জাল এড়িয়ে তাই সে বাঁচে। তাই মা আমি নিলাম শরণ তোর ও দুটি রাঙা চরণ, এড়িয়ে গেলাম মায়ার বাঁধন মা তোর অভয়-চরণ পেয়ে॥