বাণী
ঝুলনের এই মধু লগনে। মেঘ দোলায় দোলে; দোলে রে বাদল গগনে।। উদাসী বাঁশির সুরে ডাকে শ্যামরায়, ব্রজের ঝিয়ারি আয়, পরি নীল শাড়ি আয়, নীল কমল কুঁড়ি দোলায়ে শ্রবণে।। বাঁশির কিশোর ব্রজগোপী চিতচোর, অনুরাগে ডাকে আয় দুলিবি কে ঝুলনে।। মেঘ মৃদং বাজে, বাজে কী ছন্দে, রিমঝিম বারিধারা ঝরে আনন্দে। বুঝি এলো গোকুল ব্রজে নেমে কৃষ্ণ রাখাল প্রেমে শুনি বাঁশি তায় ফোটে হাসি গোপীজন আননে।।